করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত ওই দুই নারী ক্রিকেটারের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, ‘আমরা কন্টাক্ট ট্রেসিং করছি, সবাইকে পরীক্ষার আওতায় এনেছি। যারা সঙ্গে ছিল বা সংস্পর্শে এসেছে, সবার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’
গতকাল শনিবার দেশে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্তের কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। যে দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সব প্রয়োজনীয় চিকিৎসা তাদের দেওয়া হচ্ছে।