পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশে নারী উন্নয়নে নানান উদ্যোগ চলমান রয়েছে। আর্থিক স্বচ্ছতা থাকলে নারীর প্রতি বঞ্চনা আরও কমে যাবে। তবে সততার সঙ্গে বলতে চাই। তথাকথিত উন্নত দেশেও নারীদের প্রতি বঞ্চনা আছে। ওইসব দেশে নারীর প্রতি মধ্যযুগীয় আচরণ করা হয়।’
বিকশিত নারী কংগ্রেসের সপ্তম জাতীয় সম্মেলনে আজ শনিবার ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার কল্যাণে শত শত নারী নেতৃত্ব গড়ে উঠছে। নির্বাচনের মাধ্যমে অনেক নারী চেয়ারম্যান হচ্ছেন। উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান হচ্ছেন। চাকরি ও পেশায় নারীর জন্য আসন সংরক্ষণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নারীর প্রতি যত্নশীল। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নারীদের সিট কতো এটা খোঁজ রাখেন তিনি। শিক্ষার ক্ষেত্রে নারীরা জোয়ারের মতো আসছেন।
এম এ মান্নান বলেন,‘ নারীদের উন্নয়নে বিভিন্ন প্রকল্পে তাদের অগ্রাধিকার দেওয়া হয়। প্রতি প্রকল্পে নারী নানা পরিসরে সুফল ভোগ করেন। নানা খাতের মাধ্যমে নারীকে সামনে আনার চেষ্টা করি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ