মালয়েশিয়ার শ্রমবাজার খোলা প্রসঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘রাতে আমি মালয়েশিয়ায় যাচ্ছি। আশা করছি, কাল (রবিবার) সকালে এমওইউ সই হবে। এটা একটা বিরাট বাজার। এ বাজারটি নিয়ে অনেক গুজব রয়েছে। এসবে কান দেবেন না। সরকার কাজ করছে, আমরা বাজারটি ওপেন করতে চাই। মার্কেট খুলবে।’
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এর আগে গতকাল শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২১ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার বাজার নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর অতীতকে দূর করার চেষ্টা করছি। আমি সফল হব কি হব না সেটা নির্ভর করবে সমঝোতা স্বাক্ষরের পর। তবে আমার আগের যে প্রতিশ্রুতি ছিল সেটা এখনো আছে। আমি কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না। আমরা যেটা প্রস্তাব করেছি, সেখানে সিন্ডিকেটের কোনো বিষয় নেই। সেক্ষেত্রে অভিবাসন ব্যয় হতে পারে সাড়ে তিন লাখের কম টাকা।’
তিনি আরও বলেন, বিদেশে যেতে বিমানবন্দরে কর্মীদের ভোগান্তির জন্য কোনোভাবেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দায়ী নয়। মালয়েশিয়া ছাড়াও নতুন শ্রমবাজার হিসেবে কম্বোডিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, উজবেকিস্তান, আফ্রিকা মহাদেশের কয়টি দেশ, জাপান, চীন, ক্রোয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানো শুরু হয়েছে।
উল্লেখ্য, মূলত ২০১৬ সাল থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ আছে। ২০১৮ সালে অল্প কিছু কর্মী পাঠানোর পর আবার বন্ধ হয়ে যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ