পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আইসোলেশনে থাকায় পাকিস্তানে যেতে পারেননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানানা।
ড. মোমেন বলেন, ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তান যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম যেতে পারেননি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, কয়েকদিন আগে একজন কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। তিনি বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশ নিতে পারেননি। সে কারণে তিনি পাকিস্তান সফর স্থগিত করেছেন।
উল্লেখ্য, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ওআইসির পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক আহ্বান করা হয়েছে। এতে ওআইসি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন। ১৮ ও ১৯ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের অংশ নেওয়ার কথা ছিল।
বিডি প্রতিদিন/হিমেল