কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, ‘বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে প্রচলিত আইনে সরকারের অধীনে। আমরা আশা করি এমন একটি নির্বাচন কমিশন হবে তারা বাংলাদেশকে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন দিবে।’
রবিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন ‘ ফকরুল ইসলাম আলমগীরকে বলতে চাই, একবার শিক্ষা পেয়েছেন, আরেকবার চিন্তা কইরেন না বাংলাদেশে আবার হরতাল, অবরোধ দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করবেন। এদেশের আইন-শৃঙ্খলা বাহিনী অনেক সক্ষমতা অর্জন করেছে, অনেক সুশৃঙ্খল, তারা আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে এবং আমরা রাজনৈতিক ভাবে আপনাদের মোকাবেলা করবো।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বস্ত্র ও পাট মন্ত্রনালেয়র সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা যা বলেন তিনি তাই করেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বানের আগে শেখ হাসিনা বলেছিলেন আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারি ২০২১ সালের মধ্যে এই বাংলাদেশকে আমরা মধ্যেম আয়ের দেশে রুপান্তরিত করবো এবং এ দেশকে ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলবো। আপনারা নিশ্চই দেখেছেন তিনি যা বলেছেন তাই করেছেন। আজ আমরা যে দিকে তাকাই ডিজিটাল বাংলদেশের চিহ্ন কিন্তু দেখতে পাই।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শামসুন নাহার চাপা, আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য এ্যাড.এ.বি.এম. সিরাজুল কবির কাওসার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুখ, সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, তানবির হাসান ছোট মনি এমপি, কাজীমুদ্দিন ধনু এমপি, আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষয়ক উপ কমিটির সদস্য অনুপম শাহজাহান জয় প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল