নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বিএনপি নেতারা বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, রাষ্ট্রপতির উদ্যোগে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হয়েছে। এর মাধ্যমে নিরপেক্ষ ও শক্তিশালী ইসি গঠনের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া আরম্ভ হয়েছে। কিন্তু একে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে বিএনপি।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব প্রশাসনিক ব্যবস্থা ইসির অধীনে থাকে। কমিশনের নির্দেশ অনুযায়ী তারা দায়িত্ব পালন করেন। নির্বাচন সরকারের অধীনে হয় না। ইসির নিয়ন্ত্রণে হয়। সরকার একটি স্বাধীন ও কার্যকর ইসি গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে সহযোগিতা দেবে। বিএনপি নেতারা নিরপেক্ষতার কথা বলছেন। কিন্তু তাদের দৃষ্টিতে এর মানদণ্ড কী? সেই প্রমাণ তারা ক্ষমতায় থেকে বারবার দেখিয়েছে।
তিনি বলেন, বিএনপি নেত্রী একসময় বলেছিলেন-দেশে শিশু আর পাগল ছাড়া কেউই নিরপেক্ষ নয়! দেশবাসী জানেন, যতক্ষণ বিএনপির ক্ষমতা দখলের পথ নিরাপদ না হবে, ততক্ষণ তাদের নিরপেক্ষতার মানদণ্ড নিশ্চিত হবে না।’
বিডি-প্রতিদিন/শফিক