খালেদা জিয়ার ইস্যুতে বিএনপিকে দ্বিচারিতা পরিহার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শুক্রবার সন্ধ্যায় সিএমপির প্রযোজনায় নির্মিতব্য ‘দামপাড়া’ চলচ্চিত্রের মহরত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান তথ্যমন্ত্রী।
এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি একবার খালেদা জিয়ার মুক্তি চায়। আবার তাকে বিদেশ নেয়ার জন্য সরকারের কাছে আবেদন করে। এটা তাদের দ্বিচারিতা। অথচ প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়ে তার দণ্ড স্থগিত রেখে মুক্ত রেখেছেন। খালেদা জিয়া তার পরিবার ও দলের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন। সরকার এবং সরকারের অধীনে থেকে তার চিকিৎসা হচ্ছে না। তাই তার স্বাস্থ্যহানি হলে দায়ী হবে তারা।’
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের সভাপত্বিত্বে মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতারা সারাদেশে ঘুরে ঘুরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করছেন। এর চেয়ে বেশি রাজনৈতিক স্বাধীনতা তারা আর কি চান? তারা কি অবাধে গাড়ি পোড়ানোর অধিকার চান, যেটা উনারা ১৩, ১৪, ১৫ সালে করেছেন।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন