বরিশালে অসচ্ছল ক্রীড়াবিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক এমপি।
শুক্রবার সকাল ১১ টায় নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ১১ জন অসচ্ছল ক্রীড়াবিদের হাতে এই অনুদানের চেক তুলে তিনি।
জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিবির পরিচালক আলমগীর খান আলো এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন।
আলোচনা সভা শেষে ১১ জন ক্রীড়াবিদ প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকা করে মোট ২ লাখ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, খেলাধুলার প্রতি যুবসমাজকে উৎসাহ দিলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, যাতে করে মাদক থেকে যুবসমাজ দূরে থাকবে, তাহলে আমরা যুবসমাজকে রক্ষা করতে পারব। যারা খেলাধুলায় আসে না যারা নতুন খেলায় আসছে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে উৎসাহ দিতে হবে। যাতে করে ভাল খেলোয়ার হয়ে উঠতে পারে। খেলাধুলায় যতবেশি যুবসমাজ অংগ্রহণ করবে দেশ থেকে মাদক ততো তাড়াতাড়ি দূর হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন