সামাজিক উদ্যোগে গ্রামীণ জনপদে দৃষ্টিনন্দন ও উন্নতমানের মসজিদ প্রতিষ্ঠা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের অগ্রগতি ও উন্নয়নের সাক্ষ্য বহন করে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
আজ শুক্রবার সকালে ইসলামপুর উপজেলার গ্রামীণ জনপদ পেচারচর ডাক্তার বাড়ির দৃষ্টিনন্দন জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ জনপদে এসব উন্নতমানের মসজিদকে মানুষের আমল আখলাক সুন্দর করার কেন্দ্র হিসেবে ব্যবহার করতে হবে।
উপ-সচিব ডা. মো আতাহার হোসেনের সঞ্চালনায় এবং ড. শহীদ মোতাহার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের চৌধুরী বাবুল, ইসলামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম ও ঢাকা বিমান বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক