নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে। আইন-শৃঙ্খলা বাহিনীও তাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।’
আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশের বিরুদ্ধে এখনও অপপ্রচার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার হচ্ছে বাংলাদেশে নাকি বিনাবিচারে মানুষ হত্যা করা হয়, যা সম্পূর্ণ মিথ্যে। দেশে কোনো মানুষকে হত্যা করা হয় না, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারও করা হয় না। আমি টাঙ্গাইলের কথা বলি। সেখানে গত ১৩ বছরে কোনো বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়নি।’
আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘যারা বাড়িঘর পুড়িয়েছে, মানুষকে পুড়িয়ে দগ্ধ করেছে শুধু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এটিকে নানাভাবে অপপ্রচার করা হচ্ছে। মিথ্যাচার করে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে এ দেশে স্বাধীনতাবিরোধী শক্তি আবার আসে।’
বিডি-প্রতিদিন/শফিক