বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের কোনো সুযোগ নেই বাংলাদেশে। নির্বাচনে ঠিক হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা চলে যাবে। আপনারা বললেই পতন হবে এত সোজা না।
আন্দোলনের নামে বিএনপি দেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবিলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে ১০ ডিসেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি মোকাবিলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন তিনি।
রবিবার বিকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়কে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অচিরেই বিএনপির তত্ত্বাবধায়কের স্বপ্ন কর্পুরের মতো উড়ে যাবে। তাদের সুর নরম হবে। কেয়ারটেকার ইজ ডাউন এ ডেড ইস্যু। এটা মৃত, তত্ত্বাবধায়ক মৃত। মৃত ইস্যুকে জীবিত করার অপচেষ্টা করবেন না।
সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বড় বড় কথা বলছেন। লন্ডনে পলাতক আর রাজনীতি করবে না মুচলেকা দিয়ে চলে গেছে, সেই তারেক রহমানের নেতৃত্বে ফখরুল নাকি তৃতীয়বারের মতো বাংলাদেশকে স্বাধীন করবেন।
এ সময় প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ কি দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল? বাংলাদেশ কি তৃতীয়বার স্বাধীন হবে? বিএনপি স্বাধীনতার শত্রু। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের বিরুদ্ধে মোকাবিলা হবে।
বিডি-প্রতিদিন/বাজিত