আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খেলা হবে’ শব্দটি একটি ‘পলিটিক্যাল হিউমার’। খেলা হবে মারামারি কিংবা পাল্টা-পাল্টি করার জন্য নয়। এটায় আমাদের কর্মীরা চাঙা হবে, জনগণ উজ্জীবিত হবে; এটা তো জনগণ ইতোমধ্যে গ্রহণ করে নিয়েছে। জনগণ যেটা পছন্দ করে, সেটা বলতে অসুবিধা কী! এ নিয়ে জাতীয় সংসদের একজন সদস্য কটাক্ষ করেছেন।’
বুধবার রাতে যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামের জনসভাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের ঐতিহাসিক জনসমুদ্রে রূপ নেবে। করোনার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম জনসভায় সশরীরে অংশ নিচ্ছেন।’
জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী উন্নয়ন নিয়ে কথা বলবেন জানিয়ে তিনি বলেন, ‘নেত্রী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে কথা বলবেন। জনগণের জন্য তিনি কী করেছেন, কী করবেন, তার স্বপ্ন কী- মানুষের চোখের ভাষা, মনের ভাষা নিয়ে কথা বলবেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদ্মা সেতু আজ দূরকে কাছে নিয়ে এসেছে। যশোর, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে কাছে নিয়ে এসেছে। সম্প্রতি মধুমতি সেতু উদ্বোধনের কারণে এই যাত্রা আরও সহজ হয়েছে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ