পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সকলের মনের মণিকোঠায় বঙ্গবন্ধু কর্নার স্থাপন করতে হবে। যে মহান নেতার জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না, যিনি স্বাধীনতার জন্য পাকিস্তানি বর্বর শাসনামলে ১৩ বছর কারাগারে কাটিয়েছেন, সেই জাতির পিতার অবদান আমাদের সকলের মননে ধারণ করতে হবে।
আজ রাজধানীর নিজ সরকারী বাসভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শাহাব উদ্দিন বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত কাজ করছেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কর্নার সকলের মনে দাগ কাটতে পারবে। এ কর্নার থেকে শিক্ষার্থীরা জাতির পিতা ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বর্তমান প্রজন্মকে বই পড়ার দিকে মনোযোগী করতে হবে। শিক্ষকমণ্ডলীর মধ্যেও বই পড়ার অভ্যাস চালু করতে হবে। সকলকে বেশি বেশি করে লাইব্রেরিতে যেতে হবে।
এসময় লাইব্রেরীতে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার সরবরাহের ব্যবস্থা করবেন বলেও জানান শাহাব উদ্দিন। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক আহমেদ। -বাসস।
বিডি-প্রতিদিন/শফিক