প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণ কাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রবিবার সকালে চট্টগ্রাম বোর্ড ক্লাবে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বার্ষিক সাধারণ সভায় এ তথ্য জানান তিনি।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পদক্ষেপের কারণে অলাভজনক প্রতিষ্ঠানে লাভের মুখ দেখেছে। বিএসসি ২০২১-২২ অর্থবছরে নিট লাভ করেছে ২২৫.৮১ কোটি টাকা। শেয়ার মার্কেটে বিএসসি একটি প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে দাঁড়িয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জামান প্রমুখ।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতার পাশাপাশি মংলা ও পায়রা বন্দরের উন্নয়নে হাজার কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। দক্ষ নাবিক তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে চারটি নতুন মেরিন একাডেমি। আরও তিনটি মেরিন একাডেমি প্রতিষ্ঠা করা হবে। এর ফলে যথেষ্ট পরিমাণ নাবিক তৈরি হবে।
বিডি প্রতিদিন/এমআই