মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সমাজ ব্যবস্থায় মানুষরূপী অমানুষের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তাদের হাত থেকে এই জাতিকে, এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে গেলে নীতি-নৈতিকতা, আদর্শের শিক্ষা আমাদের শিক্ষার্থীরা যদি না পায়, তাহলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে। শুধু পুঁথিগত শিক্ষার ভিতরে যেন আমাদের এই কোমলমতি বাচ্চারা না থাকে, তাদের নৈতিকতার শিক্ষা দেবেন। তাদের মূল্যবোধের শিক্ষা দিবেন। তাদের সততার শিক্ষা দেবেন। আদর্শ চরিত্রবান বির্নিমাণের শিক্ষা দেবেন। তাহলেই শিক্ষকের শিক্ষা পরিপূর্ণতা লাভ করবে। আমাদের সমাজে মানুষের অভাব নাই, কিন্তুু মানুষের মত মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর উপজেলার সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
এসময় মন্ত্রী আরও বলেন, এই যে আধুনিক প্রযুক্তির উন্নয়ন, এটাই কিন্তু ডিজিটাল বাংলাদেশ। আজ বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। আগে পৃথিবী বাংলাদেশকে প্রাকৃতিক দুর্যোগের রাষ্ট্রে অথবা ভিক্ষুকের রাষ্ট্রে দেখত কিন্তু এখন আর এই ভাবে পৃথিবী বাংলাদেশকে দেখে না। বাংলাদেশ আজকে বিশ্বের বিস্ময়। এটি হচ্ছে আমাদের সুন্দর ডিজিটাল বাংলাদেশ। শেখ হাসিনা বলেছেন, আমি ২০০৮ সালের নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমাকে যদি ভোট দেন আমি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করে দেব। আর যুদ্ধ আপরাধীদের বিচার করব। এই দুটোই তিনি বাস্তবায়ন করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে পিরোজপুর উপজেলার সম্মেলন কক্ষে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাগণ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন