পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আছেন বলেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠেছে। মানবতার সেবা অব্যাহত রেখেই বর্তমান সরকার মানব কল্যাণে কাজ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলছেন।
শুক্রবার সকাল ১০ টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের চরভাগা পাইক বাড়ীর আঙ্গিনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আনুষ্ঠানিকভাবে ৪০ জন উপকারভোগী মানুষের মাঝে ১৯ লক্ষ ৯৫ হাজার টাকার ৪০টি চেক বিতরণ করা হয়। এর আগে ভোর থেকেই সখীপুর থানার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ন স্থানে গিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ও রত্নগর্ভা মাঝে বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন এর পক্ষে দুস্থ অসহায় শীতার্ত মানুষের মাঝে ৮ শত কম্বল বিতরণ করেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
এ সময় উপমন্ত্রীর পিতা ও বেগম আশ্রফুন্নেসা ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী আবুল হাসেম মিয়া, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল