বাংলাদেশের নির্বাচনী আকাশে ঘনঘটা মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকলেও সকল সংস্কার সমাধান হবে না। তাই নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, সকল সংস্কার করতে বর্তমান সরকারের ৩ থেকে ৫ বছর সময় লাগবে। এই তিন থেকে পাঁচ বছর কি আপনারা ক্ষমতায় থাকবেন? আপনি (প্রধান উপদেষ্টা) নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা শেষ করে অতি দ্রুত ভোটের ব্যবস্থা করুন।
তিনি বলেন, বাকি যেসব সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে। দেশের জনগণের আরও অনেক দাবি-দাওয়া তখন আসতে পারে। সেগুলো আমলে নিয়ে তা সংস্কার করবে নির্বাচিত সরকার।
অবস্থান কর্মসূচিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশীদ বলেন, গত ৫ আগস্ট বিপ্লবের ফলে স্বৈরাচারের পতন হলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসেছে। এ সরকার একটি সুষ্ঠু নির্বাচন প্রদান করে ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। কিন্তু ক্ষমতায় এসে এখন পর্যন্ত সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি। তার দফতর থেকে বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনের তারিখ প্রচার করা হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আদায় করে নেব।
সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুন অর রশিদ, দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু প্রমুখ।
বিডি প্রতিদিন/একেএ