দুর্দিন চলছে বার্সেলোনার। টানা পরাজয়ের ধাক্কা সামলে উঠতে পারেনি এখনো তারা। অন্যদিকে লা লিগায় শিরোপা জয়ের অঙ্কটা ভালোমতোই কষে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে কি কার্লো আনসেলত্তি রিয়াল মাদ্রিদে প্রথম বছরটা শিরোপা দিয়েই উদযাপন করতে চলেছেন! লা লিগার এখনো ঢের বাকি। আনসেলত্তি আজই শিরোপা জয় করতে পারেন। কোপা দেল রে কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদকে শিরোপার উচ্ছ্বাসে ভাসিয়ে দিতে পারেন তিনি! একদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং গ্রানাডার কাছে টানা দুটি পরাজয়ে বার্সেলোনা এখন মৃতপ্রায় সিংহ। অন্যদিকে দুর্দান্ত সব জয়ে ট্রিবল জয়ের মঞ্চটাই প্রস্তুত করে নিয়েছে রিয়াল মাদ্রিদ! আজ মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
রিয়াল মাদ্রিদের সামনে মোক্ষম সুযোগ এসেছে একটা প্রতিশোধ নেওয়ার। দিন কয়েক আগেই লা লিগায় বার্সেলোনার ৪-৩ গোলের পরাজয় স্বীকার করেছেন রোনালদোরা। মেসির হ্যাটট্রিকে অসাধারণ একটা জয় নিয়েই মাঠ ছেড়েছিল কাতালানরা। কিন্তু সেই বার্সেলোনাকে পরের দুই ম্যাচে আর খুঁজেই পাওয়া গেল না! মেসি-নেইমাররাও ক্লান্ত হয়ে গেলেন! পরাজয়ের দুঃসহ স্মৃতিটা ভুলতে আজ শিরোপা নিয়েই মাঠ ছাড়তে পারে রিয়াল মাদ্রিদ। অতীত অবশ্য দুই দলকেই দিচ্ছে সমান সমর্থন। কোপা দেল রে কাপের ফাইনালে এর আগেও ছয়বার মুখোমুখি হয়েছে দুই দল। ফলাফল তিনটি করে শিরোপা গেছে দুই দলের ঘরেই। সর্বশেষ দুই বছর আগের ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জয় করেছিল রিয়াল মাদ্রিদ। সপ্তম এই ফাইনাল এল ক্লাসিকোতে শিরোপা ঘরে তুলবে কারা! সিরিয়াল কি বার্সেলোনার পক্ষেই! তবে পারফরম্যান্সের বিচারে রিয়াল মাদ্রিদ অনেকদূর এগিয়ে। ক্রিস্টিয়ানো রোনালদো আজ মাঠে নামছেন না। ইনজুরি তাকে বেশ কিছুদিনের জন্যই মাঠের বাইরে ঠেলে দিয়েছে। তবে রোনালদোর অনুপস্থিতিতে নিজেদের কাজটা ঠিকমতোই করে যাচ্ছেন বেনজেমরা-ডি মারিয়ারা। সপ্তাহের শুরুতেই তারা আলমেরিয়াকে হারিয়েছেন ৪-০ গোলে। রোনালদোহীন রিয়াল মাদ্রিদের রঙ একটু বদলায়নি। বরং লা ডেসিমা জয়ের পথেই এগিয়ে চলেছে লস ব্ল্যাঙ্কোসরা। কার্লো আনসেলত্তির জন্য কোপা দেল রে কাপের শিরোপা হবে লা ডেসিমা জয়ের সিঁড়ি। তিনি তো বলেই দিয়েছেন, 'কোপা দেল রে কাপের শিরোপা আমাদেরকে প্রেরণা যুগাবে।' তবে বার্সেলোনাকে এতটা সহজ ভাবার কারণ নেই। পুয়ল বলছেন, 'মার্টিনোর সম্মান রক্ষার্থে বার্সেলোনা মরণপণ যুদ্ধ করবে।' কাতালানরা মরণপণ করে যুদ্ধ করলে কি হয়, তা অতীতে বহুবার দেখেছে বিশ্ব ফুটবল। তবে বার্সেলোনার সেই রূপ কি ফিরিয়ে আনতে পারবেন মেসিরা! নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বার্সেলোনার প্রয়োজন আরও একটি এল ক্লাসিকো জয় করা। এ তো কেবল এল ক্লাসিকোই নয়। একটি শিরোপা নির্ধারণী ম্যাচও। কোপা দেল রে কাপের ফাইনাল জয় করে বার্সেলোনা কি ভক্তদের হারানো বিশ্বাসটা ফিরিয়ে আনতে পারবে! নাকি মৌসুমের শেষ এল ক্লাসিকোতে হেরে শ্রেষ্ঠত্বের মুকুট তুলে দিবে রিয়ালের মাথায়! এই বিস্ময়মাখা দৃষ্টি নিয়েই আজ অসংখ্য ফুটবলভক্ত বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের দ্বৈরথ দেখতে বসে যাবে।