তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘৭১ এর সব বেঈমানদের আমরা ৪২ বছরে শাস্তি দিতে পারি নাই। জঙ্গিবাদের বিষাক্ত ছোবল থেকে দেশকে মুক্ত করতে পারিনি। এখনও আমরা কলঙ্কমোচন পর্বে আছি। বেঈমানের ক্ষমা নাই, সাপের শেষ রাখতে নাই।’
তিনি আরও বলেন ‘৭১ সালে পুরুষ যুদ্ধ করেছে দেশ ও প্রাণ রক্ষার জন্য। আর নারী দেশ ও প্রাণ রক্ষার পাশাপাশি ইজ্জত রক্ষার জন্য যুদ্ধ করেছে। নারী যুদ্ধে ইজ্জত হারালেও দেশের সঙ্গে বেঈমানি করেনি। প্রত্যেক যুদ্ধেই কিছু বেঈমান, নাফরমান ও মীরজাফরদের জন্ম হয়। যেমন ৭১ সালে নিজামী, গোলাম আযমের মতো কুলাঙ্গারের জন্ম হয়েছে কিন্তু নারীদের মধ্যে কোনো রাজাকার নেই।’
রাজধানীর রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার দুপুরে এ সব কথা বলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
স্বাধীনতা যুদ্ধে নারীর অবদান পুরুষের চেয়ে বেশি মন্তব্য করে তিনি আরও বলেন, ‘লিঙ্গ ও সামাজিক বৈষম্য দূর করে সমতাভিত্তিক সমাজ গঠন করতে হবে। গণতন্ত্র রক্ষায় দুর্নীতি ও দলবাজি বন্ধ করতে হবে।