বিএনপি নির্বাচন আসলেই কারচুপির অভিযোগ করে, কিন্তু বিজয়ী হওয়ার পর তারাই চুপ হয়ে যায়। এটি বিএনপির স্বভাব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি আজ রাত ৮টায় সাভার প্রেস ক্লাবের সামনে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ, আজকের রাজনৈতিক প্রেক্ষাপট' শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার যদি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করতো তাহলে বিএনপি নির্বাচনের ফলাফলে এগিয়ে থাকতে পারতো না। নির্বাচনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিএনপি জামায়াত নেতাকর্মীদের দ্বারা নির্যাতিতও হতো না। এ সময় তিনি ভোট কেন্দ্র দখলের অভিযোগ অস্বীকার করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমি মহাপরিচালক প্রফেসর সামসুজ্জামান খাঁন, নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক মো. আব্দুল মান্নান, সাবেক সাংসদ আশরাফ উদ্দিন খাঁন ইমু প্রমুখ।