মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে বালিয়াকান্দি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন (৬৫) মারা গেছেন। আজ রবিবার সকাল ১১টার দিকে বালুয়াকান্দি ড. আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমিরুল ইসলাম ও বিদ্রোহী প্রার্থী রেফায়েত উল্লাহ খান তোতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে শামছুদ্দিন প্রধানকে কুপিয়ে আহত করা হয়। পরে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।