বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় সংসদ থেকে আজ রবিবার ওয়াকআউট করেছে বিরোধী দল জাতীয় পার্টি।
এর আগে সংসদ চলাকালে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) করা এক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের চিপহুইপ তাজুল ইসলাম বলেন, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করবো। সরকারের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করবো।
এর পরপরই জাতীয় পার্টি ওয়াকআউটের ঘোষণা দিয়ে অধিবেশন থেকে বেরিয়ে যায়।