রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ফলিমারা এলাকা থেকে আওয়ামী লীগের এক নেতাসহ দুইজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মুখ লাল টেপ দিয়ে পেঁচানো এবং মাথায় গুলিবিদ্ধ। দুজনেই পেশায় ঠিকাদার।
নিহতরা হলেন খোকশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম মহব্বত হোসেন (৪৮) ও ফিরোজ আহমেদ ওরফে কামাল (৪৫)। তারা কুষ্টিয়ার খোকশা উপজেলার সমমপুর এলাকার বাসিন্দা।
আজ সোমবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো পাংশা থানার পুলিশ কিছু জানাতে পারেনি।