চতুর্থ পর্যায়ের উপজেলা নির্বাচনে সারা দেশের ভোট কেন্দ্র দখল,ভোট ডাকাতি,সরকার কর্তৃক জোর জবরদস্তি করে জনগণের রায় ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ২৭ মার্চ বৃহস্পতিবার সারা দেশে উপজেলা নির্বাহী অফিস (ইউএনও) ঘেরাও করে স্মারকলিপি প্রদান করবে বিএনপি।
আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এছাড়া পঞ্চম দফা উপজেলা নির্বাচনে আরও ভয়াবহ সহিংসতা হতে পারে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেন রিজভী।