টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফিদা মুহাম্মদ কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান।
নির্বাচন কমিশনের বাতিল করা কাদের সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে গত রবিববার রিটটি দায়ের করা হয়।
গত ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিল করেন কাদের সিদ্দিকী। যাচাই-বাছাই শেষে টাঙ্গাইল জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার সৈয়দ মো. খুরশিদ আনোয়ার ঋণখেলাপের অভিযোগে ২৬ ফেব্রুয়ারি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। প্রার্থিতা ফিরে পেতে ২৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন কাদের সিদ্দিকী। ২ মার্চ শুনানি শেষে আপিল খারিজ করে দেয় কমিশন।