চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহীদ মিনারে বোমা বিষ্ফোরণে ছাত্রদল কর্মী আসাদুজ্জামান সুজন (২৪) নিহতের ঘটনায় ১৯ দলের ডাকা আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকালে হরতালের সমর্থনে ১৯ দল জেলার বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল বের করে। এদিকে, হরতালে নাশকতারোধে আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। হরতালে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট যানবাহন চলাচল করছে।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে শিবগঞ্জ উপজেলা চত্ত্বরের শহীদ মিনারে কে আগে ফুল দেবে এনিয়ে বিএনপি কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হলে আসাদুজ্জামান সুজন গুরুতর আহত হন এবং তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৯ দলের সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ অধ্যাপক শাহজাহান মিয়া নিহত সুজনকে ছাত্রদল কর্মী দাবী করে হরতালের ঘোষণা দেন।