সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় র্যাবের পরিচয় দিয়ে তিনটি গ্রামে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল গ্রামগুলোর অন্তত আটটি বাড়িতে হানা দিয়ে কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
ডাকাতির সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে র্যাবের পোশাক পড়া ১০-১২ জনের একদল ডাকাত পূর্বলক্ষিকোলা গ্রামের ইব্রাহিম হোসেনের বাড়িতে হানা দেয়। পরে একে একে তারা কমিশনার আজমল হোসেনের বাড়ি, হাসিলহোসেন গ্রামের আজম আলী ও হাফিজুর রহমানের বাড়িতে এবং বৈকুণ্ঠপুর গ্রামের আফসার আলী, মনিরুজ্জামান, দেলবার হোসেন ও শুকুর আলীর বাড়িতে হামলা চালায়।
ডকাতারা অস্ত্রের মুখে মারপিট করে নগদ টাকাসহ স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান জানান, র্যাবের পোশাক পড়ে ডাকাতির সঙ্গে জড়িতদের খুঁজে বের করার জন্য রাত থেকেই পুলিশের অভিযান চলছে।