পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাংলাদেশ যদি ভালো না থাকে, তাহলে প্রতিবেশীরাও ভালো থাকবে না। বাংলাদেশের ভালো থাকাটাই প্রতিবেশীদের বড় নিরাপত্তা। আজ শুক্রবার সকালে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পানি ব্যবস্থাপনার ইস্যুগুলো নিয়ে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে দুই দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, তিস্তায় বাংলাদেশ খুবই কম পানি পাচ্ছে। অন্য বছরের তুলনায় এবার আরও কম পানি পাচ্ছি আমরা। তিনি বলেন, আমাদের ৫৪টি অভিন্ন নদী আছে। কিন্তু এসব নদী সম্পর্কে আমাদের একে অন্যের কাছে পর্যাপ্ত তথ্য নেই। এগুলোর সঠিক ব্যবস্থাপনার জন্য তথ্যের আদান-প্রদান জরুরি।
'ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং' কর্মশালাটির আয়োজন করেছে। এতে সহায়তা করছে 'গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ সাউথ এশিয়া'।