লালখান বাজার মাদ্রাসায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া আরো দুটি মামলায় হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মহানগর হাকিম নওরীন আকতার কাকন এ আদেশ দেন। অ্যাসিড নিয়ন্ত্রণ অধ্যাদেশ ও হত্যা মামলায় জামিনে থাকা মুফতি ইজহারুল ইসলাম আজ রবিবার হাজির না হওয়ায় আদালত এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মুফতি ইজহারের আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন,'নগরের খুলশী থানায় দায়ের হওয়া দুটি মামলায় মুফতি ইজহারুল ইসলাম ২৭ মার্চ পর্যন্ত হাইকোর্টের অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন। রোববার আদালতে হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু তিনি আসতে পারেননি। ওনার পক্ষ থেকে আমি জামিনের সময় বাড়ানোর আবেদন করেছিলাম। আদালত আবেদন না মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।'
এর আগে গত বৃহস্পতিবার একই ঘটনায় দায়ের হওয়া আরেকটি মামলায় আদালতে হাজির না হওয়ায় জামিন বাতিল করে মুফতি ইজহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম আব্দুর রশিদের আদালত।
মুফতি ইজহারুল ইসলাম ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি। নেজামে ইসলাম পার্টির একাংশের সভাপতি হিসেবেও তিনি দায়িত্বে আছেন।