ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে জয়নগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নারী ভোটাররা আসেনি, তবুও বাক্সভর্তি ভোট জমা পড়েছে।
জানা যায়, সোমবার সকাল ৯টার মধ্যে ওই কেন্দ্রের ১ ও ২ নম্বর বুথে ৪২৯টি ভোটের মধ্যে ৩২৯টি ভোট পড়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে প্রিসাইডিং অফিসার পারভেজ মাহমুদ জানান, 'আমি কিছু জানি না, বলতে পারব না। তবে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত এই কেন্দ্রে মোট ভোট পড়েছে ৫০০টি।
এই কেন্দ্রে মোট ভোট সংখ্যা ৩ হাজার ৫৮৪টি।
এদিকে, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট জালালউদ্দিন আহমেদ প্রশ্ন রেখে বলেন, এখানে নারী ভোটারেদের কোনও লাইন নেই, তারপরও এত ভোট কিভাবে পড়ল?
তবে কিছুক্ষণ পরেই তিনি জানান, এই কেন্দ্রে ২০ থেকে ২৫ জন নারী ভোটার এসেছিলেন।
অন্যদিকে, বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট শাহ আলম বলেন, এখানে কোনও নারী ভোটার আসেনি।
এ ব্যাপারে দায়িত্বরত পোলিং অফিসাররা কোনও কথা বলতে রাজি হননি। অবশ্য প্রিজাইডিং অফিসার জানান, ১ ও ২ নম্বর বুথে ১০০টি ভোট কাস্ট হয়েছে।