উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলো। আজ সোমবার সকাল ৮টায় শঙ্কা-উৎকণ্ঠার মধ্য দিয়ে পঞ্চম ধাপে ৭৩ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকাল ৪টায়।
কয়েক ধাপের নির্বাচনে ব্যাপক সংঘাত-সহিংসতা ঘটনায় আজকের ভোট নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় ছিলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের বেপরোয়া অবস্থানের কারণে এ ধাপের ভোটে বেশি সংঘাত-সহিংসতা ও কারচুপির আশঙ্কাও ছিল বিএনপি সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীদের।