জিয়াউর রহমানকে ‘প্রথম’ রাষ্ট্রপতি দাবি করায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। মামলাটি করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিক।
আজ সোমবার বেলা ১১টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে এ মামলার শুনানি শেষে বিকেল পৌনে ৪টার দিকে মামলা খারিজের রায় দেন আদালত।
দণ্ডবিধির ৪১৭/৫০৬ ধারায় যে মামলা করা হয়েছে সে ধারার কোনো উপাদান এতে না থাকায় মামলাটি খারিজ করে দেওয়া হয়।