বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান সোমবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে সম্মানসূচক পদ্মভূষণ পদক গ্রহণ করেছেন।
নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৬৬ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করেন।
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে ‘পদ্মভূষণ’ উপাধি গ্রহণের পর অধ্যাপক আনিসুজ্জামান সাংবাদিকদের বলেন, এটা বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরো দৃঢ় করবে।