দশম জাতীয় সংসদের স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাতে ২৬টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। এর আগে তিন দফায় আরো ২৪টি কমিটি গঠন করা হয়। কমিটিতে ক্ষমতাসীন জোটের শরিক বা বিরোধী দলকে কোনো সভাপতি পদ দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট সূত্র মতে, নবম সংসদে বিরোধী দলকে তিনটি ও ক্ষমতাসীন জোটের শরিকদের চারটি সভাপতি পদ দিয়ে সংসদীয় কমিটি করা হয়েছিল। এবার পাঁচটি সভাপতির পদ চেয়ে খালি হাতে ফিরেছে বিরোধী দল জাতীয় পার্টি। এছাড়া নবম সংসদে ওয়ার্কার্স পার্টি ও জাসদ একটি করে সভাপতি পদ পেলেও এবার পায়নি। সভাপতির পদ পায়নি স্বতন্ত্র সংসদ সদস্যরাও। সংসদ নেতা শেখ হাসিনার সম্মতিক্রমে চিফ হুইপ আ স ম ফিরোজ একে একে কমিটিগুলো গঠনের প্রস্তাব করেন এবং সংসদ তা অনুমোদন দেয়।
সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদকে সভাপতি করে গঠিত পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল), মেজর (অব.) রফিকুল ইসলাম, শামসুল হক চৌধুরী, আব্দুল হাই, খন্দকার আসাদুজ্জামান, কর্নেল (অব.) শওকত আলী, তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক ও বেগম নিলুফার জাফরুল্লাহ।
সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহকে সভাপতি করে গঠিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, অ্যাডভোকেট রহমত আলী, রাজি উদ্দিন আহমেদ রাজু, সাবের হোসেন চৌধুরী, ফজলে হোসেন বাদশা, এ কে এম মোস্তাফিজুর রহমান, মাহবুব আরা গিনি ও রহিমা আক্তার।
সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে সভাপতি করে গঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কর্নেল (অব.) ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কাজী নাবিল আহমেদ, সোহরাব হোসেন, রাজী আহমেদ ফখরুল, সেলিম উদ্দিন ও বেগম মাহজাবিন খালেদ।
এইচ এন আশিকুর রহমানকে সভাপতি করে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, ওবায়দুল মোক্তাদির চৌধুরী, আব্দুর রহমান, এ বি এম ফজলে করিম চৌধুরী, মো. আব্দুল্লাহ, মুস্তফা লুৎফুল্লাহ, সুকুমার রঞ্জন ঘোষ ও মিসেস আমিনা আহমেদ।
সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিনকে সভাপতি করে গঠিত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, আব্দুল কুদ্দুস, সলিম উদ্দিন তরফদার, গোলাম মোস্তফা, এস এম আবুল কামলাম আজাদ, মামুনুর রশীদ ও সেলিনা আক্তার বানু।
সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে সভাপতি করে গঠিত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী মোহাম্মদ নাসিম, জাহিদ মালেক, মুজিবুর রহমান ফকির, আ ফ ম রুহুল হক, ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরিফুল ইসলাম জিন্নাহ, আব্দুল ওয়াদুদ ও বেগম সেলিনা বেগম।
সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানকে সভাপতি করে গঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, ইসরাফিল আলম, শামীম ওসমান, বেগম শিরীন আক্তার, আনোয়ারুল আবদীন খান, ছবি বিশ্বাস, রেজাউল হক চৌধুরী, রুহুল আমিন ও বেগম রোকসানা ইয়াসমিন।
সাবেক মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলামকে সভাপতি করে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী শাজাহান খান, নূরুল ইসলাম সুজন, আনোয়ারুল আজিম, এম আব্দুল লতিফ, হাবিবুর রহমান, আব্দুল হাই, তালুকদার আব্দুল খালেক, রণজিৎ কুমার রায় ও বেগম মমতাজ বেগম।
একাব্বর হোসেনকে সভাপতি করে গঠিত যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী ওবায়দুল কাদের, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, রেজওয়ান আহমেদ তৌফিক, এ কে এম আওয়াল নাসিম ওসমান, মিসেস লুৎফুন্নেসা ও মনিরুল ইসলাম।
তাজুল ইসলামকে সভাপতি করে গঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আতিউর রহমান আতিক, বাহাউদ্দিন নাছিম, আবু জাহির, এম আব্দুল লতিফ, রুহুল আমিন হাওলাদার, শিবলী সাদিক, লিয়াকত হোসেন খোকা ও বেগম নাসিমা ফেরদৌসী।
বেগম রেবেকা মোমিনকে সভাপতি করে গঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী, মাহবুব আরা গিনি, সিরাজুল আকবর, মোজাম্মেল হোসেন, বেগম সালমা ইসলাম, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম ও ফজিলাতুন নেসা বাপ্পি।
মীর শওকত আলী বাদশাকে সভাপতি করে গঠিত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী মো. ছায়েদুল হক, প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কামাল আহমেদ মজুমদার, এইচ এম ইব্রাহিম, গোলাম মোস্তফা বিশ্বাস, ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু, আজিজুল হক আরজু, আলতাফ আলী ও বেগম সামছুন্নাহার বেগম।
আব্দুল ওয়াদুদকে সভাপতি করে গঠিত খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আব্দুল মালেক, আ ক ম বাহাউদ্দিন, হাসিবুর রহমান স্বপন, খন্দকার আব্দুল বাতেন, শেখ নূরুল হক, হাজি মো. সেলিম, শেখ ফজলে নূর তাপস ও বেগম শিরীন নঈম।
ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি করে গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া, তালুকদার আব্দুল খালেক, এ বি এম মোজাম্মেল হক, মমতাজ বেগম, শফিকুল ইসলাম শিমুল, আব্দুল রহমান বদি, জগলুল হায়দার, সৈয়দ আবুল হোসেন ও হ্যাপি বড়াল।
সাবের হোসেন চৌধুরীকে সভাপতি করে গঠিত বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, মীর্জা আজম, আব্দুল মজিদ মণ্ডল, বেগম মন্নুজান সুফিয়ান, ফাহিম গোলন্দাজ বাবেল, একরামুল করিম চৌধুরী, ডা. মো. এনামুর রহমান, তিজেন্দ্র লাল ত্রিপুরা ও সাবিনা আক্তার তুহিন।
সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদকে সভাপতি করে গঠিত পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, টিপু সুলতান, আব্দুর রহমান, মুজিবুর রহমান চৌধুরী, নবী নেওয়াজ, ইয়াহিয়া চৌধুরী গোলাম রব্বানী ও মেরিনা রহমান।
সুবিদ আলী ভূঁইয়াকে সভাপতি করে গঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন শেখ হাসিনা, শেখ হেলাল উদ্দিন, ফারুক খান, ডা. দীপু মনি, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাহমুদ উস সামাদ চৌধুরী, মাহবুবুর রহমান, মুজিবুর রহমান ফকির ও হোসনে আরা বেগম।
মকবুল হোসেনকে সভাপতি করে গঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, মামনুর রশীদ কিরণ, নজরুল ইসলাম বাবু, এ কে এম রেজাউল করিম তানসেন, নূরুল ইসলাম ওমর ও উম্মে কুলসুম স্মৃতি।
সাবেক মন্ত্রী রেজাউল করিম হীরাকে সভাপতি করে গঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী, শামসুর রহমার শরীফ, সাইফুজ্জামান চৌধুরী, মকবুল হোসেন, ইসহাক হোসেন তালুকদার, একাব্বর হোসেন, মীর শওকত আলী বাদশা, শামসুল আলম দুদু, এ কে এম মাঈদুল ইসলাম ও জাহানারা বেগম সুরমা।
মোজাম্মেল হোসেনকে সভাপতি করে গঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী সৈয়দ মহসীন আলী, প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, মনোরঞ্জন শীল গোপাল, শেখ হাফিজুর রহমান, হাবিব এ মিল্লাত, আব্দুল মতিন, পীর ফজলুর রহমান, আয়েশা আক্তার ও লুৎফা তাহের।
সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনকে সভাপতি করে গঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী মোস্তাফিজুর রহমান, শামসুল হক চৌধুরী, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, আব্দুর রহমান, নজরুল ইসলাম বাবু, আবুল কালাম, আলী আজম, মো. ইলিয়াস ও উম্মে রাজিয়া কাজল।
দবিরুল ইসলামকে সভাপতি করে গঠিত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কামাল আহমেদ মজুমদার, আবু সালেহ মো. সাইফ দুলাল, সাধন চন্দ্র মজুমদার, ফজলুল হক, আবু জাহির, জাহিদ আহসান রাসেল ও নূর জাহান বেগম।
জাহিদ আহসান রাসেলকে সভাপতি করে গঠিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন প্রতিমন্ত্রী বীরেন শিকদার, আরিফ খান জয়, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কবিরুল হক, এ এম নাইমুর রহমান, মাহবুব আলী, নাহিম রাজ্জাক, নূরুল ইসলাম তালুকদার ও আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
সিমিন হোসেন রিমিকে সভাপতি করে গঠিত সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী, মমতাজ বেগম, সাগুফতা ইয়াসমিন এমিলি, পংকজ নাথ, মনোরঞ্জন শীল গোপাল, এম এ হান্নান ও বেগম পিনু খান।
সাবেক মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হককে সভাপতি করে গঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন ডা. মো. আমানুল্লাহ, ইমরান আহমেদ, আফজাল হোসেন, মোর্শেদ আলম, তাহজিব আলম সিদ্দিক, আয়েন উদ্দিন, নূরুল ইমলাম মিলন ও হাজেরা সুলতানা।
এ বি এম ফজলে করিম চৌধুরীকে সভাপতি করে গঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা হলেন মন্ত্রী মুজিবুল হক, মোসলেম উদ্দিন, আলী আজগর, মিজানুর রহমান, ইয়াসিন আলী, খালিদ মাহমুদ চৌধুরী, সিরাজুল ইসলাম মোল্লা, মো. নোমান ও বেগম ফাতেজা জোহরা রানী।