ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে অনুপ্রবেশ ও জঙ্গি নাশকতা ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে কোনো ধরনের অনুপ্রবেশ আটকাতে তিনদিকে বাংলাদেশ ঘেরা রাজ্যের একমাত্র জেলা দক্ষিণ দিনাজপুর সীমান্তে নিযুক্ত বিএসএফ সদস্যদের সংখ্যা বাড়ানো হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গের হিলি সীমান্তের দক্ষিণপাড়া এলাকা থেকে ৬ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। চোরাইপথে দালাল মারফত সীমান্ত পেরিয়ে পাঞ্জাব যাচ্ছিল বলে জেরার মুখে তারা স্বীকার করেছেন।
জানা গেছে, কাঁটাতারের বেড়াহীন উন্মুক্ত এলাকাগুলোতে মাঝেমধ্যেই অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। এই সীমান্তের হিলি এলাকা দিয়েই লস্কর-ই-তইয়্যেবার কুখ্যাত জঙ্গি আলী আহমেদ ও বাংলাদেশের হুজির সদস্য আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।
ভারতের আসন্ন ১৬তম লোকসভা নির্বাচনে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়। তাই সীমান্তে কড়া নজরদারির নির্দেশ জারি করেছে বিএসএফ।
সীমান্তরক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, উত্তর দিনাজপুর জেলার ২৫৩ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ সীমান্তে হিলিসহ এখনও প্রায় ৩৭ কিলোমিটার এলাকায় কাঁটাতারের কোনো বেড়া নেই। ফলে স্বভাবতই এই এলাকাগুলি দিয়ে চোরাইপথে মাঝেমধ্যেই অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। অনুপ্রবেশের মাধ্যমে কোনো জঙ্গি যাতে ভারতে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তে টহল ও সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে বেড়াহীন এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলেও বিএসএফ সূত্রে জানা গেছে।