দেশব্যাপী চলছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৪। শনিবার সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন চলবে।
শনিবার যদি কোনো শিশু বাদ পড়ে তবে পরবর্তী ৪দিন বাড়ি বাড়ি গিয়ে ওই সব শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে সারা দেশে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ছয় মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
একই সঙ্গে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য পুষ্টিবার্তা প্রচার করা হচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন থেকে।