ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী ও তাঁর ছেলে হারুন ইজাহারসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। চট্টগ্রাম নগরের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এ অভিযোগ করা হয়। এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হল।
আজ রবিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমানের আদালত এ অভিযোগ গঠন করেন। এই নয়জনের মধ্যে মুফতি ইজাহার পলাতক। তবে বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন আবদুল হাই ওরফে সালমান, হাবিবুর রহমান, মোহাম্মদ ইছহাক, মনির হোসেন, আবদুল মান্নান, তফসির আহমেদ ও মোহাম্মদ জুনায়েদ। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ ও ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
আদালতের সরকারি কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ বলেন, মুফতি ইজাহারসহ নয় আসামির বিরুদ্ধে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় অভিযোগ পড়ে শোনানো হয়।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে এ মামলায় তাঁদের জড়ানো হয়েছে।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে ২৮ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।