বাংলাদেশ-ভারত সীমান্তে জাল নোটের চোরাচালান প্রতিরোধে শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমাঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। সম্প্রতি দুই দেশের সীমান্তে জাল রুপির অবাধ চোরাচালানে উদ্বিগ্ন ভারত এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে আগ্রহ দেখালে বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক সারা দেয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার নয়া দিল্লিতে দু্ইদিনব্যাপী ভারত-বাংলোদেশ দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং। ভারতের ‘অভজারভার রিচার্স ফাউন্ডেশন’ এবং’ ‘বাংলাদেশ এন্টারপ্রাইস ইনস্টিটিউট’ এ বৈঠকের আয়োজন করে।
সুজাতা সিং বলেন, জাল নোটের সমস্যা সমাধানে গেল জানুয়ারি মাসে টাস্ক ফোর্সের প্রথম সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য তৎপরতা শুরু হয়েছে।
বাংলাদেশ-ভারত সম্পর্কের ব্যাপারে তিনি বলেন, গেল পাঁচ বছরে দু-দেশের মধ্যে সম্পর্ক যথেষ্ট নিবিড় হয়েছে। ভবিষ্যতেও সেই প্রয়াস অব্যাহত থাকবে।