নোয়াখালীর কোম্পানীগঞ্জে গতকাল শনিবার মধ্যরাতে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন: অটোরিকশার চালক মো. হাবিব (৩৮), যাত্রী আলমগীর হোসেন (৩০) ও মো. হারুন (২৫)। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা সংলগ্ন জলিল ড্রাইভারের বাড়ির সামনের সড়কে দ্রুতগতির একটি ট্রাক্টরের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিক্সার যাত্রী আলমগীর মির্জা ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে হাবীব ও হারুন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান জানান, নিহতদের মরদেহ জেলা সদর থেকে তাদের স্বজনরা নিয়ে গেছেন। দুর্ঘটনাস্থল থেকে অটোরিক্সাটি উদ্ধার করা গেলেও ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।