বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গি হামলার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তারপরও যেকোনো ধরনের সন্ত্রাসী হামলা মোকাবেলায় সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছে। পহেলা বৈশাখের অনুষ্ঠান দেশের মানুষ যেন নিরাপদে পালন করতে পারে তাই এ ব্যবস্থা।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় পহেলা বৈশাখের প্রস্তুতিকে কেন্দ্র করে রমনা বটমূলের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি এসব কথা বলেন।