জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর ঘোষিত রায়ের বিরুদ্ধে করা আপিল মামলায় রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাব দিতে শুরু করেছেন আসামিপক্ষ।
আগামী মঙ্গলবার ১৫ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রবিবার আপিল মামলাটির শুনানির ৪৮তম দিনে রাষ্ট্রপক্ষের বক্তব্যের জবাবে যুক্তিতর্ক উপস্থাপন করেন সাঈদীর আইনজীবী অ্যাডভোকেট এএসএম শাহজাহান। মঙ্গলবার তিনি তার অসমাপ্ত বক্তব্য দেবেন।
এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর মানবতাবিরোধী অপরাধের দ্বিতীয় মামলার কার্যক্রমও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন, আসামিপক্ষের জবাবের পর প্রয়োজনে রাষ্ট্রপক্ষও বক্তব্য দিতে পারবেন।