বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেছেন, পারলে তথ্য-প্রমাণ দিয়ে তারেক রহমানের বক্তব্য খণ্ডন করুন। কারণ তিনি যা বলেছেন, তথ্য-উপাত্ত দিয়ে বলেছেন।
তিনি আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘স্বপ্ন সম্ভাবনার নতুন বাংলাদেশ ও তারেক রহমান’ শীর্ষক বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, জিয়াউর রহমান ও তার পরিবার এবং বিএনপিকে নিয়ে আপনারা বিষোদগার করবেন, আর আমরা মুখে তালা দিয়ে থাকব, তা হবে না।
বিএনপি অবৈধ দল’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, প্রধানমন্ত্রী এ কথা বলার সময় উচ্চ আদালতের একটি রায়ের কথা উল্লেখ করেছেন। কিন্তু সেই রায়ে বিএনপিকে অবৈধ বলা হয়নি।
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক এমন দাবি করে ব্যারিস্টার রফিক আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে বলেন, আপনারা বলছেন জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমার প্রশ্ন- কেন সেদিন জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণা দিতে হয়েছে। আওয়ামী লীগের এত নেতা কোথায় ছিলেন?
সংগঠনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ চানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হালিম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ প্রমুখ।