ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের সামনে যাত্রীবাহী লেগুনা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জাওয়াইর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল হাকিম (৪০), বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সদরের শাহীন আলমের স্ত্রী এবং নিহত আব্দুল হাকিমের মেয়ে খাদিজা বেগম (২০), নাটোরের সিংরা উপজেলার খানপুকুরিয়া গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল খালেক (৩৫), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মেঘাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫), ও অজ্ঞাত পরিচয়ে (৩৫) একজন। নিহতদের মধ্যে খাদিজা ও আব্দুল হাকিম বাবা-মেয়ের সম্পর্ক বলে তাদের আত্মীয়রা জানিয়েছেন।
এ ঘটনায় আহতরা হলেন- মো. রাসেল মিয়া (৩৫), করিমন বিবি (৩০)। বাকি দু'জনের পরিচয় পাওয়া যায়নি।
কোনাবাড়ী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় ঢাকা-টাঙ্গাইল সড়কের ওই স্থানে কোনাবাড়ী থেকে চন্দ্রাগামী যাত্রীবাহী লেগুনার সাথে কালিয়াকৈরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও হাসপাতাল নেওয়ার পথে বাবা ও মেয়েসহ আরও চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত লেগুনা ও ট্রাক উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেুন্সি ডা. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচজনের লাশ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে রয়েছে। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।