বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশের পোশাক খাতে শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা এবং অধিকার প্রতিষ্ঠায় সরকারের নেওয়া পদক্ষেপে ক্রেতা প্রতিষ্ঠানগুলোর জোট ও যুক্তরাষ্ট্রের ক্রেতাপ্রতিষ্ঠানগুলো সন্তুষ্ট। তিনি বলেন, এ ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে তারা।
আজ মঙ্গলবার ঢাকায় অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি বোর্ডের চেয়ারম্যান অ্যালেন ও' তাউসেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্যমন্ত্রী। এরপর মন্ত্রী এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, বিদেশি বিশেষজ্ঞরা ইতোমধ্যে দেশের ৬৭৫টি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। এর মধ্যে মাত্র একটি কারখানায় ত্রুটি পাওয়া গেছে। সেটিও তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।