নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দিয়েছেন পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক।
আজ শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রুপমের আদালতে হাজির করা হয়। সেখানে তিনি অপহরণের বিষয়ে জবানবন্দি দেন।
এর আগে সাড়ে এগারোটায় জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের ব্রিফিংয়ের পর তাকে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মেডিকেল চেকআপ করা হয়।
মেডিকেল চেকআপ করেন ডা. ফরহাদ হোসেন। তিনি জানান, তার (এবি সিদ্দিক) শারীরিক অবস্থা ভাল রয়েছে। তবে ব্লাড প্রেসার একটু হাই রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জবানবন্দি দেওয়ার পর যেখান থেকে অপহরণ হয়েছিলো সেখানে নেওয়া হবে তাকে। এরপর নেওয়া হবে হামিদ ফ্যাশনে। এরপর তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
সকাল ১১টার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে অপহরণের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
এদিকে অপহরণের সময় পেট্রোল পাম্পের পর সিসি ক্যামেরায় ধরা পড়া নীল রঙের হাইয়েস গাড়িটি খুলনায় ধরা পড়েছে বলে জানান এসপি। গাড়িটির মালিক ধানমণ্ডির বলে জানা গেছে। এগাড়িটির সঙ্গে অপহরণের কোনো জোগসাজস রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।