আবু বকর সিদ্দিককে উদ্ধারের পর ঘটনায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বেলা'র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ তার সেন্ট্রাল রোডের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কৃতজ্ঞতার কথা জানান।
রিজওয়ানা হাসানবলেন, আসলে আমি জানি না কিভাবে আপনাদের এই ঋণ শোধ করবো। আমি গণমাধ্যম কর্মী এবং সমগ্র দেশবাসীকে কৃতজ্ঞতা জানাতে চাই। আজ আমার স্বামীর অপহরণের ঘটনায় সমস্ত দেশবাসীর নিজস্ব নিরাপত্তার বিষয় হিসেবে দেখেছে।
তিনি বলেন, সব অপরহরণই ঘৃন্য। সব অপহরণের ঘটনাকেই সমান গুরুত্ব দেওয়া হয় না। তবে এই ঘটনায়কে গুরুত্ব দেওয়ায় আপনাদের সামনে হাসিমুখে বসতে পেরেছি। স্বামীকে ফেরত দেওয়ার ব্যাপারে রাষ্ট্রীয় সমর্থন পেয়েছি।
সাংবাদিক সম্মেলনে রিজওয়ানা বলেন, আমার স্বামী ফিরে এসেছেন, কিন্তু তারপরেও আমরা নিরাপদ বোধ করছি না। পরিবাবারকে নিরাপত্তা দেওয়ারও দাবি করেন তিনি।