আওয়ামী লীগের প্রশংসা করলেও হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফী ছাড় পাবেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি আজ কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে তথ্য মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরে ‘শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা’ শীর্ষক গণসংলাপ অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, তিনি (শাহ আহমদ শফী) নারীদের নিয়ে যে ফতোয়া দিয়েছেন, সে বিষয়ে যতক্ষণ না পর্যন্ত হাতজোড় করে ক্ষমা চাইবেন, ততক্ষণ তাঁর কোনো ক্ষমা নেই। তাঁর প্রশংসায় সরকার নমনীয় হবে না।
গণসংলাপে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন্নাহার, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার মফিজ উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।