আওয়ামী লীগের লোকজন ছাড়া এদেশে আজ আর কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র না থাকার কারণেই এমনটা হচ্ছে। আজ শনিবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিকদলের কাউন্সিলে খালেদা জিয়া এসব কথা বলেন।
সৈয়দ রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক প্রসঙ্গ তিনি বলেন, তাকে ছেড়ে দিয়ে সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়েছে। তাকে মুক্তি না দিলে এমন আন্দোলন শুরু হতো যা কেউ ঠেকাতে পারতো না।
খালেদা জিয়া বলেন, জনগণকে আহ্বান করেছিলাম একতরফা নির্বাচনে না যেতে। তারা আমাদের কথা রেখেছেন, তারা ভোটকেন্দ্রে যাননি। এমনকি যারা নির্বাচনে অংশ নিয়েছেন সেই আওয়ামী লীগের লোকজনও ভোটকেন্দ্রে যাননি। তিনি বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। সরকার আজ শুধু জনগণ থেকেই বিচ্ছিন্ন নয়, সারা বিশ্ব থেকেও বিচ্ছিন্ন।