স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম চিকিৎসকদের উদ্দেশে বলেছেন, কথায় কথায় ধর্মঘট ডাকবেন না। ধর্মঘটের কারণে একজন রোগী মারা গেলে তার দায়িত্ব নেবে কে? আজ শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি চিকিৎসক, কর্মচারী ও হাসপাতাল পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন।
মোহাম্মদ নাসিম বলেন, হাসপাতালের উন্নয়ন অবশ্যই করব কিন্তু কোনো দুর্নীতি সহ্য করব না। আর কেউ তদবির করলে সব সুবিধা বন্ধ করে দেব। তিনি বলেন, চিকিৎসকেরও ভুল হতে পারে। তাই বলে রোগীরা তাদের আঘাত করবে, এটা ঠিক না।
মতবিনিময় সভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, বিএমএর মহাসচিব মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।