সাবেক সংসদ সদস্য ও সাবেক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মান্নান সরদারের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার দুপুর ১টায় রাজধানীর খিদমাহ হাসপাতালে বার্ধক্য জনিত রোগে আবদুল মান্নান সরদার মারা যান। তিনি জি/২২ মালিবাগ চৌধুরী পাড়ায় থাকতেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, আবদুল মান্নান সরদার বঙ্গবন্ধুর একনিষ্ঠ অনুসারি, বাঙালি স্বাধিকার আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। আবদুল মান্নান সরদারের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।'
তিনি বলেন, 'আবদুল মান্নান সরদার ঢাকা মহানগর আওয়ামী লীগকে সংগঠিত করতে প্রশংসনীয় অবদান রেখেছেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।